সূচনা:
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?? আশা করি ভালো আছেন। আজ আমি নিয়ে আসলাম আপনাদের জন্য চমৎকার একটি ব্লগার টেমপ্লেট। যার প্রিমিয়াম লুকে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। তো, চলুন মূল পোস্টে যাই…
মূল পোস্ট:
আমরা সবাই চাই, যেনো আমাদের ব্লগটি দেখতে চমৎকার দেখায়। আর চমৎকার ডিজাইনের ওয়েবপেজে ভিউয়াররা একটু বেশিই সময় ব্যয় করে(এটা আপনি নিজেও যানেন )। আজ যেই টেমপ্লেটটি আপনাদের মাঝে শেয়ার করবো তা মূলত একটি প্রিমিয়াম টেমপ্লেট। যার মূল্য ১৫ডলার বা ১২০০টাকা
১২০০টাকা।
টেমপ্লেটটি সম্পর্কে:
- Fletro 3-Column
- Designer : Mohammad Maki
- Webpage: www.jagodesign.co
- Price25$ / ৳2000
মোবাইল রেসপন্সিভ: ফ্লেট্রো থ্রি-কলাম থিমটির লাইট ভার্শন টেমপ্লেটটি ফুলি মোবাইল রেসপন্সিভ।
স্টিকি সাইডবার: এই ব্লগার টেমপ্লেটটি এক অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর সাইডবার। স্টিকি সাইডবার এবং সাথে এড ম্যানেজার করে তুলেছে টেমপ্লেটটিকে অন্যতম।
হেডার ও ফুটার: হেডার ও ফুটার থিমটির অন্যতম বৈশিষ্ট্য।
ধন্যবাদ আজ এই পর্যন্তই আবারো হাজির হবো নতুন কিছু নিয়ে। কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে ভুলবেন না।