-->

বন্ধু কিংবা গার্লফ্রেন্ডের মোবাইলের সকল মেসেজ নিয়ে আসুন আপনার মোবাইলে

 আসসালামু আলাইকুম,

সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত Moon360 সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের গার্লফ্রেন্ড কিংবা বন্ধুর মোবাইলের সমস্ত মেসেজ আপনার মোবাইল থেকে দেখবেন।
এর জন্য আপনাকে শুধু একটা অ্যাপ আপনার বন্ধু কিংবা গার্লফ্রেন্ডের মোবাইলে ইনস্টল করিয়ে দেওয়ার পর কয়েকটা সেটিংস করিয়ে দিতে হবে এবং তার ফোনে একটা আপনার জিমেইল লগইন করিয়ে দিতে হবে।
আপনি চাইলে অ্যাপটি হাইড করে দিতে পারেন এতে সে বুঝতে পারবে না।কিভাবে যেকোনো ফোনের অ্যাপ হাইড করবেন নিচে সেই ভিডিও দেওয়া থাকবে দেখেনিবেন।
যাইহোক প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যার মেসেজ আপনার মোবাইলে আনতে চাচ্ছেন তার মোবাইলের জিমেইল অ্যাপটিতে আপনার একটা জিমেইল লগইন করেদিবেন।
লগইন করে দেওয়া হয়ে গেলে নিচের অ্যাপটি ইনস্টল করেদিন,ইনস্টল করিয়ে দিতেএখানে ক্লিক করুন
এবার স্কিনশর্ট ফলো করুন।









এবার তার মোবাইলের কাজ শেষ। এবার চাইলে অ্যাপটিকে হাইড করিয়ে দিতে পারেন।







আশাকরি বুঝতে পেরেছেন। 
Get updates in your Inbox
Subscribe